পোকখালী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনাড়ম্বরপুর্ন আনুষ্ঠানিকতায় মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার। উদ্বোধন করেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন।প্রধান শিক্ষা শফিউল আলমের সভাপতিত্বে এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন ও মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্টানে ইছাখালী মাদ্রাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন মাস্টার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব কবির আহমদ,মোজাহের আহমদ,মোহাম্মদুল হক,আকতার উদ্দিন, আমান উল্লাহ ও শাহেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্ণার দুটি স্থাপনে আর্থিক সহায়তা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম একেএম মোজাম্মেল হকের পুত্র শাহিনুল হক মার্শাল এবং কর্ণারের বই ক্রয়ে সহায়তা করেন একেএম শহিদুল ইসঋলাম নান্নু। তাঁদের প্রতি স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
Comments (০)
Add Comment