বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই

নেয়ামত উল্লাহ রিয়াদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদের এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে অসুস্থ হলে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। আশঙ্কাজনক অবস্থায় গত মঙ্গলবার বিকেলে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। গত ১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বর্ষীয়ান রাজনীতিক মওদুদ আহমেদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিলো। ফুসফুসে পানি জমা হওয়ায় অবস্থার অবনতি হলে, গত ৯ মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিডনি জটিলতায় মওদুদ আহমদের ডায়ালাইসিসও করা হয়। অবশেষে আজ ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। ও বিভিন্ন অংগসংঘঠন।

Comments (০)
Add Comment