বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,৭ হোটেলকে জরিমানা

গোমদন্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় ০৭টি মামলায় ০৭টি হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৬৫,০০০/- জরিমানা আদায় করা হয়।
 দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল বাঁশখালীর কয়েকটি হোটেলে এমন অভিযোগ পেয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন।বুধবার(১৭ আগস্ট)দুপুরে বাঁশখালী পৌরসভা,শীলকূপের টাইম বাজার,চাম্বল,পুঁইছড়ি ইউনিয়নের হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।এ সময় নর্দমার পাশে রান্নাঘর স্থাপন করায় প্রেমবাজারের বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নর্দমার পাশে রান্নাঘর স্থাপন,পরিবেশন,পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে আরও ছয়টি হোটেলকে জরিমানা করা হয়।এগুলো হচ্ছে পৌরসভার রয়েল মালঞ্চ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা,নিউ সাফরান রেস্টুরেন্ট কে ২৫ হাজার টাকা, ইয়েলো ক্যাপসিকামকে ১৫ হাজার টাকা,আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা,ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বিরানী হাউজকে ১৫ হাজার টাকা ও কামাল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ,বিক্রি ও বিপণনের দায়ে তাসফিয়া ইলেকট্রনিককে ৫ হাজার টাকাসহ মোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় আজকের অভিযানে।এছাড়া সংশ্লিষ্ট সকল খাবার হোটেল মালিককে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে মোবাইল কোর্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments (০)
Add Comment