বান্দরবানে আমতলী পাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

মোহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫ লক্ষ টাকার বরাদ্দে আমতলী পাড়া জামে মসজিদের নতুন ভবনের উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের তত্ত্বাধানে ৩৫ লক্ষ টাকা ব্যায়ে বান্দরবান সদর উপজেলার আমতলী পাড়া জামে মসজিদ নির্মাণ উদ্বোধন করা হয়েছে।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছাদেক হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী তুসিত চাকমা, প্রকৌশলী এরশাদ, বিশিষ্ট ঠিকাদার মো: ইমতিয়াজ, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো: আবুল কালাম, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ ফাহিম, মো: মিজান’সহ প্রমুখ ।

Comments (০)
Add Comment