বান্দরবানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে ১৫আগস্ট ভোরে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে খতমে কোরআন,পুষ্পস্তবক অর্পন,জতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করন দোয়া মাহফিল,আলোচন সভা অনুষ্টিত হয়েছে।

সকালে বান্দরবান মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্টানের শুরু হয়।প্রথমে পুষ্প অর্পন করে শেখ মুজিবুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকতা এটিএম কাউসার,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষিপদ দাশ,সদস্য সিং ইয়ং ম্রো,সদস্য ফাতেমা পারুল,সদস্য তিং তিং ম্যা,সদস্য ফিলিফ ত্রিপুরা,শাহাদাত বার্ষিকীতে সকল প্রশাসন বিভাগ থেকে শুরু করে সকল স্থরের জনসাধারন পুষ্প অর্পন করে শেখ মুজিবুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা এবং কৃষি সরঞ্জাম,গাভী,সাংস্কৃতিক সরঞ্জাম,ক্রীড়া সামগ্রী,মৎস্য পোনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের
চেয়ারম্যান ক্য শৈ হ্লা।অনুষ্ঠানে অতিথিরা শেখ মুজিবুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন এবং তিনি দেশের জন্য যে ত্যাগ করে গেছেন তার থেকে শিক্ষা নিয়ে সকলে দেশ প্রেমে উদ্ধুদ্ভ হওয়ার আন্তরিক আহবান জানান।সভায় বক্তারা বলেন, আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে এই দিন কিছু বিপদগামী আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বপরিবার নির্মম ভাবে হত্যা করেছে এমনকি নিষ্পাপ শিশু শেখ রাসেল কে ও রেহাই দেননি,জাতি তাদেরকে আজীবন ঘৃণা ভরে স্বরণ করবে।জাতির জনক এর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা,সেই স্বপ্ন তিনি পুরণ করতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাটি হাটি পা পা করে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে।সকলের ভালবাসা চেষ্টা থাকলে বাংলাদেশকে সর্ম্পুণ ডিজিটাল দেশে রুপান্তরিত করতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন অতিথিরা।

Comments (০)
Add Comment