বান্দরবানে শিশুদের জন্য একটি পার্ক সহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)।

বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবানের ২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।আজ ১৬ ই ফেব্রুয়ারি সকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় তিনি শিশুদের জন্য একটি পার্কের উদ্বোধন করেন।উদ্বোধনকালে তিনি বলেন পার্বত্য অঞ্চলে শিশুদের মানসিক উন্নয়নে খেলাধুলা অবশ্যই প্রয়োজন।তাই ছোট ছোট বাচ্চাদের মানসিক বিকাশে এই পার্ক স্থাপন করা হয়েছে। যাতে করে কোমলমতি শিশুরা তাদের অবসর সময়ে পার্কে খেলাধুলা করে কিছুটা সময় কাটাতে পারে।শিশু পার্কের উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী স্বরলিপি শিল্পীগোষ্ঠীর ভবন সম্প্রসারণ,বান্দরবান প্রেসক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়াদ ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরোয়ার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

Comments (০)
Add Comment