বায়েজিদে পাহাড় কাটার দায়ে বাবা-ছেলের বিরুদ্ধে মামলা

নগরীর বায়েজিদ থানাধীন ডেবাপাড় এলাকায় পাহাড় ও টিলা কাটার দায়ে বাবা-ছেলে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।তাদের মধ্যে মুজিবুল হক(৩২)নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার(২ অক্টোবর)পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন,কুমিল্লা জেলার নাঙ্গকোট থানার মন্নারা বাজার এলাকার মৃত মিথুন আলীর ছেলে আব্দুল হক(৬৫) ও তার ছেলে মুজিবুল হক(৩২)

জানা যায়,বায়েজিদ থানাধীন কলাবাগান বাংলাবাজারের ডেবারপাড় এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন ও পরিদর্শক মনির হোসেন সরেজমিনে পরিদর্শন করেন।তখন আসামিদের বিরুদ্ধে পাহাড় কাটার প্রমাণ পান তারা৷এসময় তারা দেখতে পান ৫-৬ জন শ্রমিক পাহাড় কাটায় নিয়োজিত রয়েছেন।

ওই এলাকায় ৪০ ফুট দৈর্ঘ্য,১৫ ফুট প্রস্থ ও ১০ ফুট উচ্চতা পরিমাণ পাহাড় কাটা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা পালিয়ে যায়।পরে ওই জমির মালিকের ছেলে মুজিবুল হককে হাতেনাতে আটক করা হয়।এসময় মুজিবুল হক তার পিতা আবদুল হকের নেতৃত্বে পাহাড় কাটা হচ্ছে বলে স্বীকার করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন,পাহাড় কাটার দায়ে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।ইতিমধ্যে ১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

Comments (০)
Add Comment