বিনামূল্যে কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে চান্দগাঁও থানা পুলিশ।

বিনামূল্যে কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে চান্দগাঁও থানা পুলিশ।চলমান লকডাউনে গাড়ী/এ্যাম্বুলেন্স স্বল্পতার কারনে হাসপাতালে রোগী পরিবহনে অনেকে সমস্যায় পড়েছেন।চান্দগাঁও থানা এলাকায় এ সমস্যা সমাধানে মাননীয় পুলিশ কমিশনার,সিএমপি,চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে উপ-পুলিশ কমিশনার(উত্তর)মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চান্দগাঁও থানাবাসীকে ০১টি এ্যাম্বুলেন্স ও ০৮ টি সিএনজি নিয়ে সম্পূর্ণ বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে চান্দগাঁও থানা পুলিশ।লকডাউন চলাকালীন সময়ে দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ০৭ দিন এই সেবা চালু থাকবে।জরুরী রোগী পরিবহনে গাড়ী/এ্যাম্বুলেন্স এর সংকট থাকলে চান্দগাঁও থানায় যোগাযোগ করুন।চান্দগাঁও থানা এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূলে আপনার রোগী পরিবহনের দায়িত্ব চান্দগাঁও থানা পুলিশ নিবে।চান্দগাঁও থানা এলাকা হতে বিনামূলে চট্টগ্রাম মহানগরের যে কোন এলাকায় রোগী পরিবহনে ফোন করুন নিন্মোক্ত নাম্বারে।

ডিউটি অফিসারঃ ০১৩২০০৫২৪৪৯
পুলিশ পরিদর্শক (তদন্ত)ঃ ০১৩২০০৫২৪৪৪
অফিসার ইনচার্জঃ ০১৩২০০৫২৪৪৩

Comments (০)
Add Comment