বেপরোয়া বালুর ট্রাক,বিপর্যস্ত জনজীবন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট থেকে মিরসরাই অংশে বেপরোয়া হয়ে উঠেছে তেরপালবিহীন বালুর ট্রাক।এসব ট্রাক থেকে উড়ে আসা বালুর কারনে সড়কে চলাচল হয়ে উঠেছে বিপর্যস্ত।বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি)সকালে মহাসড়কে বেশকিছু বালু ভর্তি তেরপাল বিহীন ট্রাক সড়কে চলতে দেখা যায়।এসময় অতিরিক্ত গতি আর বাতাসের কারণে সড়কে পড়েছে আর বাতাসে উঠছে বালু।একদিকে সড়ক নষ্ট হচ্ছে অন্যদিকে সড়কে চলাচলকারী মানুষের চোখে-মুখে বালু পড়ে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত।এতে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

বাইক চালক ব্যবসায়ী মেহেদী মামুন জানান,ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাইক নিয়ে যেতে হয়।মহাসড়কে লাগামহীন গতি আর উপরে তেরপালবিহীন বালু ট্রাকের কারণে সড়কে বাইক চালানো দায় হয়ে পড়েছে।কারণ ট্রাক থেকে বালু পড়ে একদিকে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে অন্যদিকে চোখে বালু পড়ে সামনের দিকে তাকানো যায়না।

পথচারী আজমীর তারেক জানায়, সড়কের পাশে বালু বহনকারী ট্রাকের উড়ন্ত বালুর জন্য দাঁড়ানো যায়না।দিনকয়েক আগে চোখে ট্রাকের উড়ন্ত বালু পড়ে,এতে চোখ থেকে পানি ঝরা শুরু হয়।পরে ডাক্তার দেখাতে হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান,বিহীন সড়কে বালুর ট্রাক চলাচল একটি নিরাপত্তাহীন গুরুতর অপরাধ।এবিষয়ে কিছু আগে অভিযান চালিয়ে বেশ কিছু ট্রাককে মামলা দিয়েছি এবং বালু ইজারদারদের সতর্ক করেছি।এতে কিছুদিন সচেতন হলেও বর্তমানে আবার অসচেতন হয়ে বালুবহন করছে।খুব শীঘ্রই আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবো।

Comments (০)
Add Comment