ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুরছড়ি বাজারের ৬৮টি দোকান ও গুদাম।

 

এ সময় দোকান মালিক মিলন কান্তি দে গ্যাসের চুলা মেরামত করছিলো,অপরদিকে তার কর্মচারী অকটেন ঢেলে বিক্রি করছিলো,মিলন গ্যাসের চুলা ঠিক হয়েছে কিনা তা চেক করার সময় চুলার আগুন ও তেলের সংমিশ্রণে আগুন বড় আকার রূপ ধারণ করে।দোকানদার বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।

উক্ত আগুনে দূরছড়ি বাজারের লঞ্চঘাট হতে পোস্ট অফিস পর্যন্ত আগুনের লেলিহান শিখায় পরিণত হয় দোকান ও গুদাম।আগুন নিয়ন্ত্রণে দূরছড়ি ক্যাম্পের সেনাবাহিনী সদস্য,দুরছড়ি পুলিশ ফাঁড়ির সদস্য এবং স্থানীয় লোকজনের চেষ্টায় এবং দিঘীনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রুমানা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন, পরিদর্শন শেষে তিনি বলেন,৬৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।দোকান পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আমরা যতটুকু সম্ভব সহায়তার চেষ্টা করবো।
Comments (০)
Add Comment