মনজুরুল আহসান বুলবুল আশা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত।

সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল আগামী তিন বছরের জন্য আশা’র পরিচালনা পর্যদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।গত ১৫ই সেপ্টেম্বর ২০২২ইং আশার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মনজুরুল আহসান বুলবুল আশা’র পরিচালনা পর্যদের চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিপূর্বে তিনি আশা পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া উক্ত সভায় ২০২২-২৩ অর্থবছরে আশা ৪২,০০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে যার আওতায় আসবে প্রায় ৭০ লাখ মানুষ।গত ১৫ই সেপ্টেম্বর,২০২২ইং আশার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় ২০২২-২৩ অর্থবছরে আশার উদ্বৃত্ত আয় থেকে ৬৮ কোটি টাকা সিএসআর(সামাজিক কল্যাণমূলক)কর্মসূচিতে ব্যয়েরও সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ,ফিজিওথেরাপি, শিক্ষাবৃত্তি,দুর্যোগ আক্রান্ত মানুষদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

আশার প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বিদায়ী অর্থবছরের ওপর একটি রিপোর্ট উপস্থাপন করেন।আশার ইভিপি তৌফিকুল ইসলাম চৌধুরী সভা সঞ্চালনা করেন।আশা’র ইভিপি তৌফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আশা’র সদস্যরা।

Comments (০)
Add Comment