মর্জিনা মেরির নতুন কবিতা”নিখুঁত তুমি”।

নিখুঁত তুমি

মর্জিনা মেরি

তুমি নিখুঁত হতে চেয়েছিলে,
আমি তোমায় সঙ্গ দিয়েছিলাম।
মনের টানে হোক কিংবা বে খেয়ালে
আমি তোমাকেই চেয়েছিলাম।
আমি মণি-মুক্তার সন্ধানে বিভোর হতে চাইনি
আমি নিখুঁত মানুষকে চেয়েছি।
প্রত্যাশা আর প্রাপ্তি যদি ও অমিল
আমার মানিয়ে নেওয়ার বড্ড স্বভাব।
সুলক্ষণা যদি ও নাহ আমি
আমার আকাঙ্খা ঠিকই সুলক্ষণ।
খুঁত নিখুঁতে জীবন যাদের,
রক্তে গড়া মানুষই বলে তাদের।
আমার খুঁতই তুমি
আর আমার নিখুঁতই তুমি।
তুমি যেভাবে যখন
মানিয়ে নিবো সেভাবেই তখন।
তুমি রবে এই আত্মার অস্তিত্বে
অক্ষুণ্ন এই হৃদয়ের গহীনে।

Comments (০)
Add Comment