চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন,মাদক ও সকল অপশক্তিকে রুখে দিয়ে আমরা একটি নতুন সন্দ্বীপ গড়ে তুলতে চাই।
শনিবার(৩০ আগষ্ট)বিকেলে দক্ষিণ সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর সংস্কার বিষয়ক ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আরও বলেন,গত ১৭ বছর ধরে আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। ঘরে-বাইরে আমরা নির্ভয়ে থাকতে পারিনি।এখন সময় এসেছে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার।সন্দ্বীপের উন্নয়নে আমরা নতুন স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন,আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসন উপহার দিতে চাই।
স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন,আজকের এই জনস্রোত প্রমাণ করে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসায় আমি চিরঋণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব।
এছাড়াও বক্তব্য রাখেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার,মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ,বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন,পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীবসহ আরও অনেকে।