মিতু হত্যা মামলায় কারাগারেই থাকতে হচ্ছে বাবুল আক্তারকে

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার(৫ জানুয়ারি)চট্টগ্রাম মহানগর দায়রা জাজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি)ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন,জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আসামি বাবুল আক্তারের পক্ষে আইনজীবী আবেদন করেছিলেন।রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য,২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।ওই সময় ছেলে সামনেই দাঁড়ানো ছিল।ওই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়।চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে দিন যত গড়িয়েছে মামলার গতিপথও পাল্টেছে।একপর্যায়ে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে স্বামী বাবুল আক্তারের নাম।তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য গত ১১ মে ডেকে তাকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গত ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তার শ্বশুর অর্থাৎ মিতুর বাবা।মামলায় আসামি করা হয় আরও সাতজনকে।তারা হলেন-কামরুল ইসলাম মুছা,কালু,ওয়াসিম,শাহজাহান,আনোয়ার,এহতেসামুল হক ভোলা ও সাকি।

Comments (০)
Add Comment