মিনি সেক্রেটারিয়েটের জমি থেকে মাটি উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা।

চট্টগ্রামে প্রস্তাবিত মিনি সেক্রেটারিয়েট এর স্থান চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সারওয়ার করিম নামের এক ব্যাক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা সরকারি জমি থেকে মাটি উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করেন।অফিসার ইনচার্জ চান্দগাঁও ও তার টিম এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তারা এ অভিযানে সহায়তা করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,হামিদচরে ৭৩ দশমিক ৪২ একর সরকারি জমিতে মিনি সেক্রেটারিয়েট বা সমন্বিত অফিস ভবন নির্মাণের প্রস্তাব নীতিনির্ধারণী পর্যায়ে আছে।তাই এই জমি থেকে মাটি বা বালু উত্তোলন কিংবা যে কোনো ধরনের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে।

Comments (০)
Add Comment