মৃত্যুর আগে স্ত্রীর কাছে আত্মহননের প্রস্তুতির ভিডিও পাঠিয়েছেন আরাফাত।

চট্টগ্রামের সন্দ্বীপে সিলিং রডে গলায় ফাঁস দিয়ে আরাফাত(২৮)নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাতে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

রোববার(২৭ জুলাই)সকালে সন্দ্বীপ থানা পুলিশ বাসা থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ওসি এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী।আরাফাত পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।তার বাবা আনোয়ার পেশায় দিনমজুর।

পারিবারিক সূত্রে জানা গেছে,তিন বছর আগে ঢাকায় প্রেম করে বিয়ে করেন আরাফাত।তাদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।এক সপ্তাহ আগে অসুস্থ মাকে দেখতে ঢাকায় থাকা স্ত্রী সন্দ্বীপে আসেন এবং কয়েক দিন থেকে পুনরায় বাবার বাড়ি ফিরে যান। ঘটনার সময় আরাফাত ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার ছোট ভাই আরিফের সঙ্গে একই রুমে ঘুমিয়ে ছিলেন।

আরাফাতের বাবা আনোয়ার জানান,রাত দেড়টার দিকে ঘুম থেকে উঠে আরিফ তার বড় ভাইকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে পরিবারের অন্য সদস্যদের ডাকেন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি)এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মৃত্যুর আগে আরাফাত নিজের আত্মহননের প্রস্তুতির একটি ভিডিও করে তা তার স্ত্রীর মোবাইলে পাঠান।তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।যেখানে জীবনের প্রতি হতাশা ব্যক্ত করা হয় এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করা হয়।

এটি আত্মহননের ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তদন্ত চলছে বলেও জানান তিনি।

Comments (০)
Add Comment