যশোরে ৬ কেজি স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোলে সড়কের নতুনহাট এলাকা থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে।

শুক্রবার সকালে তাদের আটক করা হয়। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিল।এ কারণে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার রয়েছে সীমান্তে।যার ফলশ্রুতিতে সকালে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সুবেদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে একটি যশোর-বেনাপোল নতুনহাট এলাকায় বেনাপোলগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল­াশি করে।

এসময় দুই আরোহী নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেনের দেহ তল­াশি করে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানিয়েছে, আটককৃতরা কোমরে বেধে স্বর্ণ পাচার করছিলো। আটককৃতরা স্বর্ণের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

Comments (০)
Add Comment