যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯৩ জন।

যশোর শিক্ষাবোর্ডে পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনেই ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পদার্থ বিজ্ঞানের বিষয় দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যশোর শিক্ষাবোর্ডে অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলো। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত রয়েছে। তাদের মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছে।
এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষাসহ কেন্দ্রের সবাই পরীক্ষা আইন মেনে চলছেন।

Comments (০)
Add Comment