রহমতপুর ইউপি ‘ র সমন্বয় সভা ইলিয়াছ চেয়ারম্যানের বিদায়ী সভায় রূপলাভ করলো

ইলিয়াস কামাল বাবুঃ ১২ নং রহমতপুর ইউনিয়ন পরিষদ এর ওয়ার্ড সমন্বয় সভার পুরো সময়টুকুই রূপলাভ করলো চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান এর বিদায়ী সভায়।

৪ মার্চ,সকাল সাড়ে ১০ টায়,রহমতপুর ইউনিয়ন পরিষদ ভবনের খোলা চত্বরে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন-চেয়ারম্যান মস্টার ইলিয়াছ খান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোস্টগার্ড সন্দ্বীপ কন্টিনজেন্টের সিপিও মফিজ উদ্দিন,সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল,গাছুয়া একে একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রসুল খান।

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন-রহমতপুর ইউনিয়নবাসী দীপক কুমার গুহ,রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকবর মাহমুদ,ইউপি সদস্য আবু জাহেদ,আলমগীর হোসেন,রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান খান,সাবেক ছাত্রনেতা আকবর হোসেন,মধ্য রহমতপুর সপ্রাবির প্রধান শিক্ষক নুরুল হুদা,রহমতপুর ইউপি’ র প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ(বাবুল),স্বাস্থ্যকর্মী সুফিয়ান মানিক,সাংবাদিক বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস কামাল বাবু প্রমুখ।

পরিষদ সদস্যরা বলেন-গত সাড়ে ৪ বছরে রহমতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত পরিষদ এলাকার উন্নয়নে অনেক ভূমিকা রেখেছে।যার মুল্যায়ন এলাকাবাসীই করবেন।যদি কোনো ব্যার্থতা থাকে তা তাদেরই।

অন্যান্য বক্তারা বলেন-চেয়ারম্যান ইলিয়াছ খান তার সময়ে এলাকার উন্নয়নে অত্যান্ত দক্ষতার সাথে,স্বচ্ছতার সাথে ভূমিকা রেখেছেন।সারা সন্দ্বীপেও যিনি বেশ সুনামের অধিকারী হয়েছেন।তারা চেয়ারম্যানের ভুয়সী প্রসংশা করেন,এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেষে পরিষদ সদস্যদের পক্ষ হতে এবং ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ হতে বিদায়ী চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান কে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Comments (০)
Add Comment