রাজাপুরের সাতুরিয়ায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান মুরাদ: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেছে। বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সাতুরিয়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবদুস সোবাহান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মাইনুল হায়দার নিপু, সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান (বি.এস.সি), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুস্তুম আলী হাং। উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব লীগের যুগ্ন আহবায়ক ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য রতন বিশ্বাস, গোলাম মোস্তফা, সৈয়দ সাকিব আহম্মেদ, মোঃ বাদল খন্দকার, সাখাওয়াত হোসেন রতন, দুলাল মাতুব্বর, মাহাবুবুর রহমান প্রমূখ। ঝালকাঠিতে বিচার বিভাগের কর্মচারীদের স্মারকলিপি প্রদান কামরুল হাসান মুরাদ:: ঝালকাঠিতে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ঝালকাঠি জেলা শাখার সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) সকালে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক’র হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। এসময়, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ, মারুফ ভিল্লা,সারমিন স্বর্না, মাসুদ, মামুন অর রশিদ, নিন্ত বাবু, ফারুক ফরাজি,জালাল সহ সদস্যরা উপস্থিত ছিলেন। দাবিসমূহ হচ্ছে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। অধস্তর সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন। একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

Comments (০)
Add Comment