রোহিঙ্গা ক্যাম্প থেকে সহিদা নামের কিশোরী নিখোঁজ

কক্সবাজারে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সহিদা (১২) নামের এক কিশোরী গত তিনমাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানা ও ক্যাম্প পুলিশকে অবহিত করা হয়েছে।

সহিদা ভোরে ক্যাম্প থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ সহিদা বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নং ব্লকের ১৯ এম এর নুরুল আমিনের কন্যা এবং মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। সে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী।

নিখোঁজ সহিদা’র পিতা নুরুল আমিন জানান, সবার অজান্তে সহিদা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, লিংকরোড, রামু, ঈদগাঁও ও চকরিয়াসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি।

হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল ফ্রক ও বার্মিজ থামি। তার গায়ের রং শ্যামলা ও হালকা পাতলা। পায়ের পাতা লম্বা আকৃতির, নাকের ডান পাশে স্বেত চিহ্ন রয়েছে।

যে কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে এ নাম্বারে ০১৮৮৩ ৮০৩০৬৬ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Comments (০)
Add Comment