র‍্যাব-৭ এর অভিযানে১০০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম থেকে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব।একই সঙ্গে দুইজনকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।শুক্রবার রাত ২টায় নগরীর কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন কক্সবাজারের চকরিয়ার পূর্ব নয়াপাড়ার রমজান আলীর ছেলে রিদওয়ান ওরফে হৃদয় এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রিদোয়ান।উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)মো. নুরুল আবছার বলেন,চট্টগ্রাম থেকে কক্সবাজারে বিক্রির জন্য মাইক্রোবাসে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চট্টগ্রাম কক্সবাজার সড়কের কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি থামিয়েই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।তাদের ধরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।গাড়ির ব্যাকডালার ভেতরে ব্যাগের মধ্যে লুকিয়ে ফেনসিডলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।
Comments (০)
Add Comment