শিশুদের ভিটামিন “এ'”ক্যাপসুল খাওয়ালেন চসিক কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি।

তাজুল ইসলাম কামরুলঃ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,তারা’ই হবেন পরিবার, সমাজ তথা রাষ্ট্রের কর্ণধার।শিশুরা যাতে সুন্দর নীরোগ ভাবে বেড়ে উঠতে পারে,তার জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী প্রতি বারের ন্যায় এবারও ৫ থেকে ১৯শে জুন পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী চট্টগ্রামে ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি ঘোষণ করেছেন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সূত্রে জানা যায়,চট্টগ্রাম নগরী সহ-সবকয়টি উপজেলায় প্রায় ১৩ লক্ষ ২৩ হাজার ৯ শত ৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির ধারাবাহিকতায় আজ সকালে কাউন্সিলর “হুরে আরা বেগম ” সংরক্ষিত আসন-১০, চসিক ওয়ার্ড নাম্বার ১১, ২৫,২৬ তাঁর অফিস গৃহে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাইয়ে,পুরো সপ্তাহ ব্যাপি অত্র এলাকায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির শুভসূচনা করেন।

এ সময় তিনি শিশুদের নিয়ে আগত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,শিশুদের
বেঁচে থাকা, তাদের স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন ‘এ’ শিশুদের চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। উপরন্তু, ভিটামিন ‘এ’ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের রাতকানা, অন্ধত্বসহ চোখের বিভিন্ন রোগ দেখা দেয়। শুধু তাই নয়, তাদের রক্তশূন্যতা দেখা দেওয়াসহ মৃত্যুও ঘটতে পারে। সরকারের স্বাস্থ্য বিভাগ শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর যে কর্মসূচি গ্রহণ করেছে, তাতে নির্দিষ্ট এলাকাগুলোর অভিভাবকদের অবশ্যই অংশ নিতে হবে। এ ক্ষেত্রে সামান্য অবহেলা তাদের সন্তানদের জীবনে ঘটাতে পারে অনাখাঙ্কিত ঘটনা।

Comments (০)
Add Comment