সন্দ্বীপে উত্তর জেলা যুবলীগ নেতা লায়ন মিজানুর রহমান মিজানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় উত্তর জেলা যুবলীগ নেতা লায়ন মিজানুর রহমান মিজানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।১৫ই আগস্ট (সোমবার)সকালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে শিবের হাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিকাল ৪ টায় মাইটভাঙ্গা ফয়জুল উলুম মাদ্রাসায় দোয়া,এতিম শিক্ষার্থী ও দুস্থসহ এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন ও মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ্,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment