সন্দ্বীপে তারেক রহমানের জন্মদিনে ৫ শতাধিক পরিবারের জন্য সাঁকো উপহার দিল মনোনয়ন প্রত্যাশী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে কালাপানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ লাঘবে এ সাঁকোটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও উপযুক্ত সেতুর অভাবে তাদের ভোগান্তি পোহাতে হতো।রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান,সাময়িক হলেও এ সাঁকোটি চলাচলের সুবিধা তৈরি করেছে।তারা রফী উদ্দিন ফয়সালকে ধন্যবাদ জানিয়ে বলেন,এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকার মানসিকতা প্রশংসনীয়।

রফী উদ্দিন ফয়সাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকাবাসীর সমস্যার সমাধানে তিনি সবসময় সচেষ্ট থাকবেন।এলাকায় সাঁকো নির্মাণকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ উদ্যোগে অংশগ্রহণ করেন।

Comments (০)
Add Comment