বাদল রায় স্বাধীনঃ সন্দ্বীপে নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋন প্রদানে সরকারী, বেসরকারী অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা করেছে রিকল প্রজেক্ট এসডিআই। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও উৎপাদক দল সদস্য এবং ব্যবসার সাথে জড়িত প্রায় ৩০ জন সদস্য অংশ গ্রহন করেছেন।
১০ নভেম্বর এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিকল প্রজেক্ট এসডিআই এর প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন।
সভায় সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন,স্ট্যান্ডার্ড ব্যাংক ম্যানেজার কাজী পারভেজুর রহমান,পুবালী ব্যাংক প্রতিনিধি রফিকুল ইসলাম।
সভায় প্রান্তীক নারী ও উদ্যোক্তারা বলেন দরিদ্র হতদরিদ্র উদ্যোক্তা ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের জন্য সরকার ঘোষিত প্রনোদনা প্যাকেজ ও ৪% হারে যে ঋন প্রদান করার কথা সেগুলো গরীবদের অজানা থেকে যায়,বাকী যারা সে ঋনের জন্য ব্যাংকে যায় তখন ব্যাংক কর্তৃপক্ষ এমন কতগুলো শর্ত জুড়ে দেয় যা তাদের পক্ষে পুরন সম্ভব নয়। তাই তাদের জন্য সে ঋন অধরা থেকে যায়। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষদের জবাব দিহিতার আওতায় আনাও তাদের সম্ভব হয়না।
ব্যাংক কর্মকর্তারা বলেন আমরা নারী উদ্যােক্তাদের অনেক সময় ডেকে নিয়েও ঋন প্রদান করি, কিন্তু ঋন গ্রহনের জন্য তাদের তেমন উৎসাহ পরিলক্ষিত হয়না। তবে কিছু কিছু ডকুমেন্ট ব্যাতীত আমরা ঋন প্রদান করা অসম্ভব। সেগুলো পুরন করতে পারলে এবং ঋন পরিশোধের জন্য তাদের উপার্জনের ক্ষেত্র থাকলে আমরা অবশ্যই ঋন প্রদান করি। কিন্তু বেশীর ভাগ প্রান্তীক জনগোষ্ঠী ঋন নিয়ে উৎপাদন মুলক বা ব্যবসায়িক কাজে না লাগিয়ে সেগুলো এমনিতে খরচ করে ফেলে,তাই কিস্তী প্রদান বা এককালীন সে ঋন পরিশোধ তারা করতে পারেনা।