সন্দ্বীপে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের বিশাল জনসভা।

চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এর উদ্যোগে হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা।

আজ ১০ নভেম্বর দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন।উপস্থিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মাঠটি পরিণত হয় জনসমুদ্রে।জনসভায় সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে ধানের শীষের পক্ষে সন্দ্বীপের মানুষ এক ও অভিন্ন।মনোনয়ন পেলে এই আসন আমি তারেক রহমানকে উপহার দেব।

তিনি আরও বলেন,আমার প্রথম কাজ হবে সন্দ্বীপে আইসিইউর ব্যবস্থা করা,ঘাটের দীর্ঘদিনের সমস্যা সমাধান করা এবং মাদকমুক্ত,সন্ত্রাস নিয়ন্ত্রিত একটি শান্তিপূর্ণ সন্দ্বীপ গড়ে তোলা।

গণসংযোগ ও জনসভায় অংশ নেন উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Comments (০)
Add Comment