ফেইস দি পিপল নামে একটি সংবাদ মাধ্যমে “৫ মোড়লের কব্জায় সন্দ্বীপ শিরোনামে প্রচারিত মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে অভিযুক্ত বিএনপি নেতৃবৃন্দ।
২৯ আগষ্ট সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সন্মেলনে
তারা বলেন আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন অন্যায়র,অবিচারের সাথে জড়িত ছিলামনা।
অন্যদিকে জোর করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক সুবিধা নিইনি। অথচ আমাদের এখন রাজনৈতিক সু-সময়ে কিছু সুবিধাবাদী মহল মোটা টাকার বিনিময়ে আমাদের বিরুদ্ধে ওই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপবাদ দিয়ে আমাদের এতদিনের অর্জনকে বিতর্কিত করার অপ-চেষ্টায় লিপ্ত হয়েছে। তারা সেই নিউজে অবৈধ ভাবে টিউবওয়েল ভাগ করে নেওয়া,নদীতে ভেসে আসা মহিষ গুলোর সাথে আমাদের সম্পৃক্ততা, ফেরি ও গুপ্তছড়া রোডে ঠিকাদারী বানিজ্যের অভিযোগ এবং মগধরায় খাল দখলকে কেন্দ্র করে বিচারাধীন হত্যাকান্ডে আমাদের জড়িত থাকার অভিযোগ তুলেছে। এই গুলো নির্বাচনী প্রস্তুতির মুহুর্তে আমাদের সরিয়ে দিয়ে কারো অবস্থান দৃঢ় করার প্রচেষ্টা। আমরা এতে বিচলিত হলেও দুর্বল হবোনা। কারন আমরা এই ৫ জন পুরো সন্দ্বীপে হাজার হাজার রাজনৈতিক কর্মী ও নেতা সৃষ্টি করেছি। তাই কেউ অসময়ে এসে আমাদের অবস্থান নিবে ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা এই ভুয়া সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
উক্ত সংবাদ সন্মেলনে নিউজের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা ইন্জিনিয়ার বেলায়েত হোসেন তালুকদার, উপজেলা বিএপির সভাপতি এ্যাডভোকেট আবুতাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুবদলের আহবায়ক নিঝুম খাঁন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন সহ বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।