সিএমপির ডবলমুরিং মডেল থানার অভিযানঃ ০২টি মোটর সাইকেল সহ ০৪ জন গ্রেফতার

আলহাজ্ব আলী(২৪) ইং ১৩/১২/২০২১ তারিখ রাত অনুমান ০৭ঃ২০ ঘটিকার সময় অফিস শেষ করে অফিসের ম্যানেজার তুহিন উদ্দিন(২৬)সহ আগ্রাবাদ জাম্বুরী পার্ক সংলগ্ন বিএসটিআই অফিসের সামনে পাকা রাস্তার উপর তার নিজস্ব মালিকানাধীন চট্ট মেট্রো-হ-১৯-৭০৬৩ নম্বরের Discover 125cc, মোটর সাইকেল (মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা) নিয়ে ঘুরতে যান।
এসময় ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ জাম্বুরী পার্ক সংলগ্ন বিএসটিআই অফিসের সামনে রাস্তার উপর ০৩ (তিন) জন অজ্ঞাতনামা লোক তার অফিসের ম্যানেজারের আরোহিত মোটর সাইকেলের গতিরোধ করে নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ীর বিরুদ্ধে মামলা আছে বলে তাকে পাড়ী হতে নামিয়ে দিয়ে ভিকটিমকে মারধর করে মোটর সাইকেলটি জোর পূর্বক লুণ্ঠন করে নিয়ে পালানো কালে বাদী তাৎক্ষনিক তার মোবাইলের ফ্লাশ ক্যামেরায় ছিনতাইকারীদের মোটর সাইকেলের ছবি তুলে রাখেন।যাতে দেখা যায় মোটর সাইকেলের পিছনে রেজিঃ নাম্বার চট্ট মেট্রো-ল-১২-০৬২৭ লেখা আছে।এ সংক্রান্তে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ করে।
এ সংক্রান্তে উপ-পুলিশ কমিশনার(পশ্চিম)মোঃ আব্দুল ওয়ারীশ এর সার্বিক দিক-নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(পশ্চিম)পংকজ দত্ত এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন ও ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর নগরীর বন্দর থানা এলাকায় টানা ১০ ঘন্টা অভিযান পরিচালনা করে বাদীর লুণ্ঠিত মোটর সাইকেল সহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল,মোট ০২টি মোটর সাইকেল উদ্ধার করেন ভিন্ন ভিন্ন স্থান থেকে এবং উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেলিম(৩০),কাশেম(২০),ইলিয়াছ(২৯),সাব্বির(২০)দের গ্রেফতার করেন।এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-২৫,তাং ১৪-১২-২০২১ ইং,ধারা-১৭০/৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।
Comments (০)
Add Comment