সিরাজগঞ্জের রায়গঞ্জে দুঃস্থ ও অসহায়ের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রায়গঞ্জে হাসিল কবরস্থান বায়তুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা মাঠে ১ লা জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় দুঃস্থ,অসহায় ও শীতার্ত ৪০০ শত পরিবারের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এস,এস,টি,এস(সোসাইটি ফর সোশাল এবং টেকনোলজিক্যাল সাপোর্ট)বাংলাদেশ প্রকল্প’র উদ্যোগে ৪’শত পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়।প্রতিটি পরিবারকে একাটি শীত বস্ত্র কম্বল সহ ১৮ কেজি শুকনো খাবার দেওয়া হয়।

এস.টি.এস বাংলাদেশ কার্যালয়ের এই শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ব্রক্ষগাছা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান সহ হাসিল রৌহাদহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এস.টি.এস এর স্থানীয় প্রকল্প প্রতিনিধি শাহাদত হোসেন,সমাজ সেবক শুক্রর আলী প্রামাণিক,নিয়াজ আলী,জামাল হোসেন।

Comments (০)
Add Comment