সীমানায় রা‌ষ্ট্রের কোথাও কোন ধর‌নের সন্ত্রাসী কার্যক্রম, কোন ধর‌নের রাষ্ট্রবি‌রোধী কার্যক্রম বরদাস্ত করা হ‌বেনা: পুলিশ এর মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ

ডেভিড সাহাঃ বাংলা‌দে‌শের সীমানায় রা‌ষ্ট্রের কোথাও কোন ধর‌নের সন্ত্রাসী কার্যক্রম, কোন ধর‌নের রাষ্ট্রবি‌রোধী কার্যক্রম আমরা বরদাস্ত করা হ‌বেনা। পাশাপা‌শি এ‌দে‌শের সকল শ্রেনী পেশার মানুষ ও সকল নাগ‌রিক‌দের স‌র্বোচ্চ সেবা দেয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ পু‌লি‌শের ইন্স‌পেক্টর জেনা‌রেল ড. বেনজীর আহ‌মেদ, বি‌পিএম (বার)। রোজ বুধবার (১১ন‌ভেম্বর) দুপু‌রে গর্ণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৪কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট পুুলিশ অফিসার্স মেস উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দে‌শের সকল মানুষের নিরাপত্তা, শান্তি ও শৃংখলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।এসময় পুলিশ এর মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) ফিতা কে‌টে নবনির্মিত পুুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন এবং ভবন পরিদর্শন করেন। এসময় পুলিশের চট্টগ্রাম রে‌ঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো: আনোয়ার হো‌সেন , বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার ,বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদসহ পুলিশর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment