এছাড়া স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি।তারা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল(অব.)সামসুল আলম,মরহুম লে. এজি মোহাম্মদ খুরশীদ,শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া(বীর বিক্রম),সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ(সেলিম আল দীন),সংস্কৃতিতে পবিত্র মোহন দে,ক্রীড়াতে এএসএম রকিবুল হাসান,গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান(সুরমা জাহিদ)এবং ড. ফিরদৌসী কাদরী।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ২০২৩ সালের রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার।