হাটহাজারীতে ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে থেকে ২০ হাজার পিস ইয়াবা ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।এরা হলেন- মোসা. নার্গিস বেগম(৪০) ও তার ছেলে মো. তারেক।সোমবার(২৯ আগস্ট)র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)নুরুল আবছার বলেন,গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে হাটহাজারী থানার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান পরিচালনা করে নার্গিস বেগম(৪০) ও তার ছেলে তারেককে(১৯)আটক করা হয়েছে।পরবর্তীতে তাদের বসত ঘরের সামনের একটি কক্ষের ভেতরে বালুর নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন,তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল।জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

Comments (০)
Add Comment