নোয়াখালীর হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সূর্যমুখী দক্ষিণ পাড় মাছ ঘাটের সভাপতি আহসান উল্যাহ। সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, মৎস্য ব্যবসায়ী রাসেল উদ্দিন, মো. রুবেল উদ্দিন, নিজাম উদ্দিন প্রমূখ। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই মাছ ঘাটটি অনেক পুরানো ও সমৃদ্ধ একটি মাছ ঘাট। বিগত সরকারের সুবিধাবাদী কিছু লোকজন মাছ ব্যবসায়ী না হয়েও এ ঘাট বিপরীত দিকে অন্য একটি মাছ ঘাট তৈরী করে। এতে তারা আমাদের ঘাটটি বন্ধ করতে অপপ্রচার চালানো, ব্যবসায়ী লোকদের মারধর করা, ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ দেওয়া, জেলেদেরকে হুমকি দেওয়া সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তারা আমাদের ঘাটটি বন্ধ করার সকল ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারা আরো অভিযোগ করেন, বিএনপির কিছু নামধারী লোকজনকে সাথে রেখে পতিত আওয়ামীলীগের লোকজনই এক সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে থানায় এ সকল বিষয়ে একটি বৈঠক হয়। তাতে তাদের সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। এখন তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরণে অপপ্রচার চালিয়ে আসছে।
উল্লেখ্য হাতিয়ার সূর্যমুখী মাছ ঘাটটি একটি উল্লেখযোগ্য মাছ ঘাট। ৫ আগষ্ট পরিবর্তনের পর সূর্যমুখী খালের দুই পাড়ে দুইটি পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু মনস্তাত্তিক কিছু বিষয়ের মিল অমিলের প্রার্থক্যের কারণে সম্প্রতি দুই পক্ষের মধ্যে ফাটল তৈরী হয়।