হেফজখানা ও নূরানী মাদ্রাসা মানেই তো পৃথিবীতেই একটি বেহেস্তের বাগান- চেয়ারম্যান মোহাম্মদ সেলিম

সেলিম চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার  দক্ষিন ভূর্ষি ইউনিয়নে নয়াবাড়ী রহমানীয়া হেফজখানা ও নূরানী মাদ্রাসার শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ  সেলিম। প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন,  একটি হেফজখানা ও নুরানী মাদ্রাসা মানেতো পৃথিবীতে বেহেস্তের বাগানে। মহানরাব্বুল আলামিন আমাদের সব কিছু দিয়েছেন, সব কিছু অনুমান অনুধাবন করে চলতে হবে সকলকে। কোন কাজ করলে মানুষ বেহেস্তে যায়, কোন কাজ করলে মানুষ দোজখে যায় এগুলো বুজতে হবে জানতে হবে শিখতে হবে।  মাদ্রাসা,

মসজিদ, হেফজখানা, এতিম খানা আল্লাহ সন্তুষ্টি লাভের অন্যতম শিক্ষার কেন্দ্র। আমাদের মনে রাখতে হবে বাংলা- ইংরেজি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাই শিক্ষিত হতে হবে এর মধ্যে অন্যতম শিক্ষা হলো     আরবি শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজে আলোর প্রদিপ জ্বালাতে হলে আরবি শিক্ষার বিকল্প নেই। চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ২৪ জুলাই শুক্রবার সন্ধায় দক্ষিণ ভুর্ষিতে   নয়াবাড়ী রহমানিয়া হেফজখানা ও নুরানী  বালক- বালিকা দ্বীনি ও আধুনিক শিক্ষার অপুর্ব সমন্বয়ে  আবাসিক অনাবাসিক মাদ্রাসা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত হেফজখানা ও মাদ্রাসা উদ্বোধন করেন পটিয়া উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও বরলিয়া ছালামিয়া দরবার শরীফের সাজ্জাদাশীল পীরজাদা  সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, নয়া বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল হাসান (রবি)   সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপুর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন  দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ  সেবক শাহরিয়া শাহরু, উপজেলা  আওয়ামীলীগ নেতা মন্জুরুল আলম মন্জু, 

মেম্বার আহমদনুর সাগর,আকবর হোসেন,আবদুল মন্নান, তারেক আজিজ, মোঃ হাসানুৃজ্জমান ফয়সাল, সাকিব, সিহাব,রাসেল,আবু তালেব আজাদ,জামাল  উদ্দীন, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন , মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি  গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

Comments (০)
Add Comment