বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন, ‘সন্দ্বীপে ধানের শীষের কোন বিকল্প নেই। দিন শেষে সন্দ্বীপে বিএনপির প্রার্থীরা এক ও অভিন্ন। আমাকে মনোনয়ন দিলে ৫৪ বছরের নৌযাতায়াতে দূর্ভোগের অবসান হবে,সন্দ্বীপে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনসহ মাদক,অস্ত্র ও সন্ত্রাস ছয় মাসে নির্মুল করবো।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন এর সমর্থনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সোমবার(১০ নভেম্বর) বিকেলে উপজেলার হারামিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।
হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ৬ টিতে কাউকে প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।যার মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)আসন অন্যতম।