মর্জিনা মেরির নতুন কবিতা “বয়স যখন ষাট”।

বয়স যখন ষাট

মর্জিনা মেরি

আমার এই বয়সে বায়না করা বারণ
এখন আর আমায় বেশি কিছু বুঝতে হইনা।
আমার জন্য আর কারো সময় নষ্ট হওয়া চলেনা,
আমি আজ অক্ষম, আমার বয়স ষাট।
এই বয়সে আর কারো কিছুতে কান দিতে নেই।
সময় যে আজ আমায় চুপ করিয়ে দেই।
দেনা দাদাভাই ঘড়িটা ঠিক করে,
আরে দাদু ঘড়ি দিয়ে কি আর হবে?
হে,আমার বয়স যে এখন ষাট।
আমার এখন আর খোলা আকাশ দেখা হইনা,
আমার বদ্ধ ঘরেই জীবন।
আমি এখন লাঠি ছাড়া চলতে পারিনা
সবার কি কষ্ট, আমি যে দুর্বল।
আমার বয়স যে এখন ষাট।
দেখো তো বাবা আমার চশমাটা র কি হলো?
না বাবা,তোমার চোখেই সমস্যা।
হে আমার বয়স যে বেশি।
এই বয়সে সব থেমে যায়,
এই সময়ে একা একাই কেটে যায় বেলা।
এটা আসলে সময় কথা বলে।
একদিন দাদু ভাই তোমার হবে ষাট।
তখন আর নাইবা থাকলাম এই
ষাটের বুড়ো দাদু!
তোমার বেলা ফুরাবেনা তখন একা।
একটুখানি মনে পরতে পারে এই,
ষাটের উপরের অক্ষমতাকে।
তুমি ও একদিন একাই হবে,
তোমার হবে বয়স ষাট।

Comments (০)
Add Comment