আকরাম হাবিবী ইরান কবিতা “পাবো কি ঠাই”।

পাব কি ঠাঁই?
আকরাম হাবিবী ইরান

করোনার করাল গ্রাসে,
রুদ্ধশ্বাসে যদি হারিয়ে যায়।
তোমাদের হিয়ায় পাবো কি?
বলো বন্ধু একটু ঠাঁই?

আমি টাকা কড়ি সোনা দানা কিছুই চাইনা,
ভালোবাসার কাঙাল আমি,
একটু ভালোবাসা চাই।
বলো বন্ধু হৃদয়ে দেবে কি একটু ঠাঁই?

জীবনের এই রঙ্গমঞ্চে ছিলাম অভিনেতা,
জীবনের হিসেব কষে দেখি প্রায় শূন্য খাতা।

নাট্যমঞ্চের রঙ্গলীলার হতে পারে অবসান,
চিরস্থায়ী বাসস্থান হবে গোরস্থান।

বিচ্ছেদের বেদনায় আমার বুক ফেটে যায়।
একটু খানি হৃদমাজারে দেবে কি বলো ঠাঁই?

সাড়ে তিন হাত মাটির ঘরে,
কিভাবে থাকব একা?
জীবনের তরে হবে না,
আর তোমাদের সাথে দেখা।

ক্ষমা করে দিও, দোষ করেছি যতো,
সবিনয়ে তোমাদের কাছে হচ্ছি আমি নত।

হরেক রকম খোশগল্প হয়েছে তোমাদের সাথে,
শত বিনোদন আড্ডাবাজি দিবা রজনীতে,

দুষ্টামি ঝগড়া শত রাগারাগি,
আনন্দ দুঃখ কষ্ট করতাম ভাগাভাগি?

অতীত যে আজ শুধুই স্মৃতি,
এই ছিল ভাগ্যের রীতি।

চারদিকে দেখি ধূ-ধূ আঁধার,
মায়ার বাঁধন ছিন্ন করে ছাড়তে হবে সংসার।

নব বন্ধুর আগমনে,
ব্যস্ততার ভীড়ে ভুলে যাবে কি আমায়?
তোমাদের মাঝে পাবো কি একটু ঠাঁই?

Comments (০)
Add Comment