বৃদ্ধাশ্রম
এস,এম,মোশাররফ হোসেন

জীবনটা এক যুদ্ধক্ষেত্র
বইছে শুধু কষ্ট,
কষ্টগুলো বইতে বইতে
জীবনটা আজ নষ্ট।

ষোলটা বছর কাটে সুখে
নেই কোন চিন্তা,
সংসারের ঐ দুঃখ কষ্ট
বোঝেনা অবুঝ মনটা।

বাকী ত্রিশ কাটে শুধু
বয়ে জীবনের বোঝা,
জীবটাকে বোঝা অত
নয়তো কোন সোজা!

এবার আসে পরের চৌদ্দ
কাটে জোকারের মতো,
যেমন খুশি তেমন নাচাই
নাতিপুতি আছে যত!

সন্তানাদি খোলস বদলায়
শেষ বয়সে এসে,
আমার সাথে কয়না কথা
একটু ভালোবেসে।

বাকী জীবনটা কাটায় মানব
হয়ে সংসারের বোঝা,
মুখ বুঁজে না সইলে যাবে
বৃদ্ধাশ্রমে সোজা!

Comments (০)
Add Comment