
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আশাশুনি সদরের বিভিন্ন স্থানে এবং আশাশুনি টু সাতক্ষীরা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা। এসময় সামাজিক দূরত্ব না মানা ও মাক্স ব্যবহার না করায় পৃথক ৮টি মামলায় এক হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে সহকারী মোস্তাফিজুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।