বোয়ালখালীতে বাল্যবিবাহ বন্ধে বিয়ের অনুষ্ঠানে হাজির ম্যাজিস্ট্রেট

0 ৭৬,৫৬৬

কিশোরী মেয়ের বিয়ের প্রায় সব প্রস্তুতি শেষ।বরের অপেক্ষায় সবাই।এমন সময় মেয়ের বাড়িতে এসে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি)আলাউদ্দিন।পরে মেয়ের বড় বোনের মুচলেকা নিয়ে বাল্যবিবাহটি বন্ধ করা হয়েছে।শনিবার দুপুরে বোয়ালখালী উপজেলার কালুরঘাট আমতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা।

এ বিষয়ে সহকারি কমিশনার(ভূমি)আলাউদ্দিন বলেন,বাল্য বিবাহের সত্যতা প্রমাণ পাওয়াতে সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এব ছাত্রীর বিবাহ অনুষ্ঠান বন্ধ করে মেয়ের মাতা কোহিনুর আকতারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

বিয়ে অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!