মীরসরাই থানার অভিযানে চোরাইকৃত ৬ লক্ষ টাকা,মালামাল উদ্ধারসহ গ্রেফতার ১জন।

0 ৬৩৫,৪৪৯

মীরসরাই থানায় চোরাইকৃত নগদ ৬ লক্ষ ২৩ হাজার টাকা,একটি মোটর সাইকেল ও সোনার তাবিজে হার সহ ১ জন গ্রেফতার হয়েছে।গ্রেফতারকৃত আসামি নোয়াখালী জেলার চরজব্বরের ৮নং ওয়ার্ডের মফিজ মিয়ার বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে ইয়াকুব আলী মাসুদ(৬৫)।

২৩শে এপ্রিল নোয়াখালী জেলার ডিবি পুলিশের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হন।আসামীর স্বীকারোক্তিমতে তার নিজ বাড়ী নোয়াখালী চরজব্বর এলাকায় ২৪শে এপ্রিল রাতে অভিযান চালিয়ে চোরাইকৃত নগদ ৬ লক্ষ ২৩ হাজার টাকা,একটি সুজুকি মোটর সাইকেল ১৫০ সিসি ও একটি সোনার তাবিজ হার সহ উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করেন।

এবিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন,চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার এস.এম.শফিউল্লাহ্ বিপিএম,পিপিএম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম)আসাদুজ্জামান ও সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম,মীরসরাই সার্কেল,চট্টগ্রাম এর দিক নির্দেশনায় মীরসরাই থানার নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক(তদন্ত)দীপ্তেশ রায় পুলিশ টিম গঠন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য যে,ট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ির ১৩নং ইসলামপুর মাওলানা আবুল কালাম আজাদের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে আবুল কালাম বাদী হয়ে গত ১৪ই মার্চ ২০২৪ ইং একটি মামলা দায়ের করেন।বর্তমানে-নিউ জেন্টাল জোন,জহুর ম্যানশন, টেরিবাজার,থানা-কোতয়ালী,জেলা-চট্টগ্রাম ১৪ই মার্চ ২০২৪ ইং বিকাল অনুমানিক ৩টায় চট্টগ্রাম শহরস্থ গরিব উল্যাহ শাহ মাজার সংলগ্ন সেন্টমার্টিন ইয়াছিন এক্সপ্রেস প্রাঃ লিঃ বাস কাউন্টার হতে সেন্টমার্টিন ইয়াছিন এক্সপ্রেস প্রাঃ লিঃ এ/সি বাসযোগে ঢাকার উদ্দেশ্যে ব্যবসায়ীক কাজে রওয়ানা করেন।একই তারিখ সন্ধ্যা অনুমানিক সাড়ে ৩টায় মীরসরাই থানাধীন ৯নং মীরসরাই সদর ইউপির মিঠাছড়া বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পৌঁছলে একই বাসে বাদীর পাশের সীটে বসা অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে খাওয়ালে অজ্ঞান হয়ে পড়ে।

তখন বাদীর সাথে থাকা নগদ ২৪,১৫,০০০/-(চব্বিশ লক্ষ পনের হাজার)টাকার ব্যাগ এবং তার ব্যবহৃত ১টি স্যামসাং গ্লাক্সি-৫ মোবাইল,যাহার মূল্য অনুমান ১৬০০০/-(ষোল হাজার)টাকা এবং ১টি স্যামসাং বাটন মোবাইল,যাহার মূল্য অনুমান ২০০০/- (দুই হাজার) টাকা নিয়ে যায়।বাদীর এজাহারের প্রেক্ষিতে মীরসরাই থানার মামলা নং-০৫,তারিখ-১০/০৪/২০২৪খ্রিঃ, ধারা-৩২৮/৩৮০ পেনাল কোড রুজু করে তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক(তদন্ত)দীপ্তেশ রায়, মীরসরাই থানা তদন্ত শুরু করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!