আমানউল্লাহবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

0 ৬৩৫,৪২৭

আমাউল্লাহ ইউনিয়নের সকল জনগণ ও সকল প্রবাসী সন্দ্বীপবাসী সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য,সৌহার্দ্য, ভালোবাসা,মিলনের দিন এই পবিত্র ঈদ-উল ফিতর।”পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধানার মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত।এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেই সাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে।”

মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরো বলেন,ঈদ অঙ্গীকারেরও উৎসব।আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়,অবিচার,ঘৃণা,বিদ্বেষ,হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।

ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে,তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা।পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।

ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি এসেছে।নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন।ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে।তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ,শান্তি,সমৃদ্ধি,ভালোবাসা ও প্রেম।সবার চলার পথ হোক নিরাপদ।

ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন,সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
“ঈদ মোবারক”।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!