ইউ এস এ প্রবাসী আবু ইউসুফ লিটনের উদ্যোগে দ্বীপবন্ধুর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত।

0 ৫১০,৪০১

সন্দ্বীপে দ্বীপবন্ধুর মৃত্যু বার্ষিকীতে আমেরিকা প্রবাসী ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ইউসুফ লিটনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ,দোয়া মাহফিল,আলোচনা সভা এবং এতিমদের মাঝে খাবার বিতর করা হয়েছে।

সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ডের মাদ্রাসা ই আবু ছিদ্দিক রাঃ এর হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ ও মরহুমের পুত্র মাহফুজুর রহমান মিতা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,উপজেলা যুবলীগের সভাপতি ও সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান।আয়োজকের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুরন্নবী আনন্দ,এবি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ,পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নিশাদ সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন সন্দ্বীপের গর্বিত সন্তান সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ইউসুফ লিটন সুদুর প্রবাসে থেকে নাড়ির টানে দেশের প্রতিটি সংকটময় মুহুর্তে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়,প্রতিটি জাতীয় দিবসে থাকে তার ব্যক্তি উদ্যোগে বিভিন্ন কর্মসুচী। বঙ্গবন্ধুর আদর্শে উজ্বীবিত হয়ে তার উপার্জনের একটা বড় অংশ ব্যয় করে দলীয় কর্মকান্ডে।তারই ধারাবাহিকতায় সে আজ দ্বীপ বন্ধুর মৃত্যবার্ষিকীতে যে সব কর্মসুচী পালন করছে তার জন্য তাকে সাধুবাদ জানাই।

বক্তারা আরো বলেন দ্বীপবন্ধু সত্যিকার অর্থে দলমত,ধর্ম,বর্ন নির্বিশেষে সকল সন্দ্বীপিদের প্রিয়জন হয়েছিলেন বলে আজ ২১ বছর পরও মানুষ তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরন করছে। বাড়ির বাইরে পা ফেলতে গেলে যে রাস্তায় মানুষ হাঁটবে তাতেও রয়েছে দ্বীপবন্ধুর অনুদানের ছোঁয়া।তিনি বলতেন “সন্দ্বীপ আমার জন্মভুমি, সন্দ্বীপ আমার আবাস,এই দ্বীপের মাঝে ছড়াবো সুখ আনন্দের সুবাস। সত্যিকার অর্থে তিনি সন্দ্বীপের মানুষের চোখে মুখে হাসি ফুটিয়ে ছিলেন বলে আজও শ্রদ্ধা ভরে স্মরন করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!