একনালা বন্দুক উদ্ধারসহ একজন অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব

0 ৫০৯,৮৫০

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থেকে ১টি একনালা বন্দুক উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।গত ৫ই নভেম্বর আনুমানিক ১টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি একনালা বন্দুক উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিপ্লব উদ্দিন(৩৬),সে নোয়াখালী হাতিয়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!