কক্সবাজার পৌরসভায় কাউন্সিলর প্রার্থী সোহেল আরমানের নির্বাচনী অফিস ভাংচুর

0 ১৫৪

কক্সবাজার জেলা প্রতিনধিঃ কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সোহেল আরমানের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে।

একই সাথে অফিসে থাকা পোস্টার ব্যানার ছিড়ে ফেলেছে দূর্বৃত্বরা।শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে জানান কাউন্সিলার প্রার্থী সোহেল আরমান(প্রতীক ব্রীজ)তিনি জানান,শুক্রবার রাতে সারাদিন আমি নির্বচনী প্রচারনা চালিয়ে রাতে আমার প্রধান নিবার্চনী অফিসে লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন পাশের অফিসে ছিলাম।

সেখানে আমার নির্বাচন পোস্টার ব্যানার সহ অনেক মূল্যবান জিনিস পত্র ছিল।কিন্তু কে বা কারা রাতে আমার নির্বাচনী অফিস রাতে ভাংচুর করে সব কিছু তছনছ করে দিয়েছে।আমি চোখে দেখিনি কারা করেছে তবে এটা খুবই অন্যায় হয়েছে।আমার সমর্থকরা এটা নিয়ে বিরোপ প্রতিক্রিয় দেখাতে চাইলেও আমি তাদের শান্ত রেখেছি।আমি চাইনা বড় ধরনের কোন সংঘাত হোক,তবে সকল প্রার্থীরা সংযত আচরণ করা দরকার।

তবে তিনি নাম প্রকাশ না করলেও সমর্থকদের দাবী একজন প্রার্থীর সমর্থকরা দীর্ঘদিন ধরে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছিল।তারা হয়ত এই কাজ করতে পারে।২৮ নভেম্বর রবিবার কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার পদে উপ নির্বাচন অনুষ্টিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!