মতলব উত্তরে সিপাই কান্দি বাইতুল আকবার শাহী জামে মসজিদ এর উদ্যােগে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মতলব চাঁদপুর প্রতিনিধি– মতলব উত্তরে ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়াড এর সিপাই কান্দি বাইতুল আকবার শাহী জামে মসজিদ এর উদ্যােগে ১০ ডিসেম্বর রোজ শুক্রবার সিপাই কান্দি ৮১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে সিপাই কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সালাউদ্দিন এর উপস্থাপনায়,
সাবেক মেম্বার মোঃ মাহফুজুর রহমান সিপাইর সভাপতিত্ত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বয়ান করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টি কারী বক্তা, ঢাকা বাইতুল মামূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ক্বারী আল- আমিন ( হুমায়পুরী)। দ্বিতীয় বক্তা হিসাবে বয়ান করেন বাংলার আলোড়ন সৃষ্টি কারী উদীয়মান তরুণ বক্তা ঢাক ধর্মগন্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের ইব্রাহীম।
তৃতীয় বক্তা ফতেপুর দারুত তাক্বওয়া ইসামিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা জসিমউদদীন ফতে পুরী, চতূর্থ বক্তা সিপাই কান্দি বাই তুর নুর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আঃ হান্নান সাহেব সহ আরও অনেক ওয়ালামায়েকেরাম গন তাসরিফ আনেন।