মারা গেছেন আকরাম খানের ছোট ভাই আকবর খান

0 ৮৯,৮৯৮

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন।(ইন্নালিল্লাহি …. রাজিউন)।বুধবার(১৬ ফেব্রুয়ারি)দিবাগত রাত ৩টায় তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

চাচার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন।অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই।ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে।ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে।ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি,উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন।আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

ছোট ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে আকরাম খান বলেন,‘রাত ৩টার দিকে হার্টঅ্যাটাকে ছোট ভাই আকবরের মৃত্যু হয়।অনেকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল।বাদ আসর চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!