লক্ষ্মীপুরের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরবাইক চালক নিহত

0 ২৮০

সবুজ // লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।ঘটনাটি শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর মান্দারী পূর্ব বাজার সংলগ্ন এই ঘটনা ঘটে , স্থানীয় সূত্রে জানা যায় বটতলী থেকে মান্দারী স্টেশনের দিকে যাওয়ার পথে মান্দারী পূর্ব বাজারে একটি সিএনজি ওভারটেক করার সময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় এতে বাইকে সামনের থাকা দুইজন রাস্তার বাহিরে পড়ে যায় এবং পিছনের জন ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয় এতে ঘটনাস্থলেই মারা যান একজন ।চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান দুপুর ২টায় ঘটনাটি ঘটে এবং ঘটনায় তিনজন মোটর বাইক আরোহী ছিলেন তার মধ্যে একজন মারা যান যার নাম সুজন দাস (২৮) বাড়ি মটবি, ডাকঘর মান্দারী, উপজেলার চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।তিনি আরো বলেন বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছেন তবে ঘটনার পরে গাড়িটি পুলিশের হেফাজতে আছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!