শিবগঞ্জে বিড়ালে কামড়ানো শিশুকে ভ্যাকসিন ব্যবস্থা করে দিল সমাজসেবা অফিসার এইচ. এস হায়দার আহমেদ

0 ২৪৩

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা শ্যামপুর মিয়া পাড়া গ্রামে তাইরন মিয়ার ছেলে শিশু তানভির আল মাহী (৮) কে গতকাল বিকালে বিড়ালে কামর দেয় খবর পেয়ে সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সহযোগীতায় রুগি কল্যান সংস্হার পক্ষে বিড়ালে কামরানো শিশু তানভীরকে ভ্যাকসিন ব্যবস্থা করে দিল উপজেলা সমাজসেবা অফিস। মঙ্গলবার সকালে সমাজ সেবা অফিসারে কার্ষলয়ে রুমে সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস ভ্যাকসিন তুলে দেন শিশুটির হাতে । উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন উপজেলা রোগী কল্যান তহবিল থেকে বিড়ালে কামড়ানো শিশুকে ভ্যাককসিন প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!